Posts

Showing posts from January, 2014
Image
আমার জান-জীবন আর থাকলো না। পারলাম না আমার গ্রাফিক ডেন কে বাচিয়ে রাখতে। গলা টিপে নিজের হাতেই হত্যা করতে হচ্ছে নিজের হাতে গড়া Graphic Den কে। বাংলাদেশে ভিন্নমাত্রার এক গ্রাফিক ডিজাইন ( graphic design ) উপহার দেয়া আর হলনা। আমার গ্রাফিক ডেন -এর আজই শেষ দিন। সবার কাছে আমার বিপদ মুক্তির কামনা প্রার্থনা করতেছি।