Posts

Showing posts from July, 2017

সব-ই কেবল আমার ভাবনা তা-ও হতে-ই পারে !!!

এমন যদি হয় যে, আমরা সম্পূর্ণরূপে একটা মনস্তাত্ত্বিক জীবন বা সময় যাপন করছি যার আসলে কোনো বস্তুগত ভিত্তি নেই, অস্তিত্ব নেই । যেমন একটা পাগল হয়ত সত্যিকারের বস্তুগত বিষয়টা পেয়ে গেছে আর যাপন করে যাচ্ছে । যার জন্য তার সব কিছুই অসীমের কাছাকাছি -পাগলামিটা, ক্ষুধাটা । যেমনটা আমরা মহাশুন্যে গেলে ভারহীন হয়ে পরি, যার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই । যেমনটা আমরা ভাবছি যে বিশাল এক মহাশূন্য আছে তেমন আবার আরো অসংখ্য আছে আরো অসংখ্য এমন ছায়াপথ আর মহাশূন্য -পৃথিবী আরো সব আছে। আর সত্যিকার অর্থেই আমরা নিয়ন্ত্রিত স্রষ্টা কর্তৃক -কিছুই নিজেদের মত করতে পারিনা আমরা । দৌড় দিয়ে মাঝ মাঠ পেরোতে পারলেই কেবল গোল করা বা হবার প্রশ্নটা আসতে পারে । পরের বা বর্তমান বা অতীতের সবই একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের অংশ মাত্র - এখানে জন্ম -মৃত্যু সব-ই অর্থহীন । আমরা আগেও ছিলাম আর পরেও থাকব । তবে একটা শূন্য থেকেই আমাদের শুরু কিন্তু তার শেষ নেই -হয়ত সেটাই থাকবে বা আছে এমন করেই অন্য কোথাও ! স্রষ্টা অন্য কোথাও অন্য রকম পৃথিবী বা আর কিছু গড়েছেন , অন্য কোনো সাত আসমান বা অসীমে যা আমরা জানিনা -আমাদের কেন জানানো হবে সব ? আম