আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু - সময়সূচি, ভাড়া তথ্যাদি
সন্মানীত ভারত-বাংলাদেশ ট্রেন যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীঘ্রই ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ 🇧🇩) - নিউজলপাইগুড়ি (ভারত 🇮🇳) এর মধ্যে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করবে। 🚆নিন্মে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস চলাচল প্রসঙ্গে বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করা হলো। 🚆ট্রেনের নাম ও নম্বরঃ মিতালী এক্সপ্রেস (৩১৩১/৩১৩২) 🚆রুটঃ ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) 🚆 নিউজলপাইগুড়ি (ভারত)। 🕙 চলাচলের দিনঃ ☑️ নিউজলপাইগুড়ি ছাড়বে- রবিবার ও বুধবার। ☑️ঢকা ক্যান্টনমেন্ট ছাড়বে- সোমবার ও বৃহস্পতিবার। 🕙 সময়সূচীঃ 🚆নিউজলপাইগুড়ি হতে ⏏️ নিউজলপাইগুড়ি - ১১:৪৫ (IST) ⏯ হলদিবাড়ী - ১২:৫৫/১৩:০৫ (IST) ⏯ চিলাহটি - ১৩:৫৫/১৪:২৫ (BST) ⏏️ ঢাকা ক্যান্টনমেন্ট - ২২:৩০ (BST) 🚆ঢাকা ক্যান্টনমেন্ট হতে ⏏️ ঢাকা ক্যান্টনমেন্ট - ২১:৫০ (BST) ⏯ চিলাহটি - ০৫:৪৫/০৬:১৫ (BST) ⏯ হলদিবাড়ী - ০৬:০০/০৬:০৫ (IST) ⏏️ নিউজলপাইগুড়ি - ০৭:০৫ (IST) 🚂🚃🚃 রেক কম্পোজিশনঃ 🟦 এসি বার্থ/সিট - ০৪ টি, 🟩 এসি চেয়ার - ০৪ টি, 🟨 ব্রেকভ্যানসহ পাওয়ারকার - ০২ টি। 🎫 ভাড়াঃ মিতালী এক্সপ্রেস (২৭ মার্চ২০২২ ইং হতে...