Posts

Showing posts from October, 2016

বাংলাদেশের জনসংখ্যা কমতে শুরু করেছে !!!

Image
ঐতিহাসিক পোষ্টটা খুঁজেই পেলাম না। ফেবুতে খোঁজার সব উপায় দিয়েও পেলাম না। যেখানে “দার্শনিক মাহবুব” হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। যাহোক অনেক পেচাইছি, এইবার বলি। ওখানে (সম্ভবত ২০১০ সালে পোষ্ট করেছিলাম) বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যা বোঝা নয় খুব শীঘ্রই এই জনসংখ্যা সম্পদে পরিণত হবে। এখন ১৬ তে এসে তা আমরা দেখতেই পাচ্ছি। জনসংখ্যা এখন সম্পদ!আর সেটা ভারত, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া থেকেও বেশি মূল্যবান এখন। বাংলার প্রতিটা মানব জীবনের মুল্য এখন ২,৫০০ টাকা মুল্যের ছাগলের সমতুল্য নয়, এখন তার মুল্য কমপক্ষে ৪০-৪৫ লক্ষ টাকা। একটা মানুষ জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত অনায়াসে (বাংলাদেশের Life expectancy: 71.23 ,2016 (Est.)), সূত্রঃ http://www.geoba.se/ ) সত্তর বছরে ৩৫-৪০ লক্ষ টাকা উপার্জন করতে বা করাতে সক্ষম। কিন্তু এই জনসংখ্যা কিছু দিন আগেও চরম মাথা ব্যাথার কারণ ছিল। তখন জনসংখ্যা বৃদ্ধির হার অনুপাতে উপার্জন করার সক্ষমতা তৈরি হয়নি। আজ হয়েছে। যাহোক, বাংলাদেশের জনসংখ্যা কমতে শুরু করেছে(!!!)। আমার হিসেব মতে মৃত্যুর হারও কমেছে বা কমছে(যেটা এক রকম বড় সাফল্যেরই অংশ) সাথে সাথে জন্ম