Posts

Showing posts from April, 2017

ভালোবাসা কারে কয় ।। What Is Love .

Image
তোমরা যে বলো দিবস - রজনী ‘ ভালোবাসা ’ ‘ ভালোবাসা ’— সখী ,  ভালোবাসা কারে কয়  ! সে কি কেবলই যাতনাময় । সে কি কেবলই চোখে. র জল  ? সে কি কেবলই দুখের শ্বাস  ? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ । রবিন্দ্রনাথের গানটি আমার মনে খুব অদ্ভুত একটা অনুভূতি জাগায়। ভালবেসে যদি সুধুই বেদন, রোদন, কষ্ট আর কান্না...তবে কেন এই ভালবাসা? আমার খুব কাছের একজন মানুষের কথা আজ বলবো। মেয়েটি ভালবেসে বিয়ে করেছিলো। নিজেকে মনে করতো পৃথিবীর সবচেয়ে সুখী কন্যা, বোন, সখী আর গৃহিণী। এমন কোন সুখ ছিল না যা সে পায়নি। সুখে কাটানো দিনগুলোর মাঝে ঝড় উঠল একদিন, এলোমেলো করে দিয়ে গেল ওর সুখের ডালি। ভেঙ্গে গেল সংসার। মেয়েটি ভাবল ওর সব সুখ    হারিয়েছে যা আর কোনদিন ও ফিরে পাবেনা। অসম্ভব মনের শক্তি দিয়ে নতুন চোখে দেখল পৃথিবীটাকে। আরম্ভ হল ওর নতুন পথে যাত্রা। কি শক্তি সাহস আর নিজের ভেতরের অনুপ্রেরনা নিয়ে ওর জীবনটা ও ফিরে পেল সেটা খুব কাছ থেকে দেখেছি আমি। ভাবল...অনেক ভাবল, বুঝল... আর তখন সিদ্ধান্ত নিল নতুন কোন সখার কোন ঘর ওর প্রানে ও আর গরবে না। আর ভালবাসবে না...আর কোনদিন কোন একজনের সাথে ও আর সংসার করবে না।

প্লাস্টিকের ডিম চেনার উপায়

প্লাস্টিকের ডিম চেনার উপায় ১. ডিম ভাঙার পর সাদা অংশ ও কুসুম এক হয়ে যায়। ২. সাধারণ ডিমের চেয়ে এই ডিম বেশি ঝকঝকে। ৩. এর খোলস বেশি শক্ত। খোলের ভেতর রাবারের মতো লাইন থাকে। ৪. ডিম ঝাঁকালে পানি গড়ানোর মতো শব্দ হয়। ৫. প্লাস্টিকের ডিমে কোনো গন্ধ থাকে না। ৬. আসল ডিম ভাঙলে মুড়মুড়ে শব্দ হয়। কিন্তু প্লাস্টিকের ডিমে তেমন শব্দ হয় না। ৭. আসল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়া বা পোকামাকড় আসে। কিন্তু নকল ডিমে পোকামাকড় আসে না।