বিয়ের পর প্রথম রমজানটা
বিয়ের পর প্রথম রমজানটা আমার জন্য বিভীষিকায়ময় ছিলো শুধুমাত্র আমার শাশুড়ী নামক মানুষটার জন্য,আমি অবশ্য তাকে মাফ করে দিয়েছি,মৃত ব্যাক্তির উপর রাগ ক্ষোভ পুষে রাখার কোনো কারন নেই। শুরুটা হয়েছিলো সপ্তম রমজানে,আমার বড় জায়ের বাড়ি থেকে মহা আয়োজনে ইফতার এসেছিলো,আমার জা ছিলেন ধনাঢ্য পরিবারের মেয়ে,তার বাড়ি থেকে এমন ঢাক-ঢোল পেটানোর মতো ইফতার আসাটা স্বাভাবিক হলেও আমার বাড়ি থেকে ছিটাফোটা আসার ও কোনো উপায় ছিলো না। আসলে আমি অতি দরিদ্র পরিবারের জন্মেছিলাম। আমার বাবা পেশায় ছিলেন কেরানী, একজন কেরানীর পক্ষে, সংসার চালানোই যেখানে কষ্ট সেখানে ইফতারি পাঠানো তো বিলাসিতা, গরিব হওয়া সত্বেও আমার ভালো ঘরে বিয়ে হয়েছিলো, কেননা আমি দেখতে সুন্দরী এবং শিক্ষিত ছিলাম। কিন্তু সামাজিক রীতিনীতির বেড়াজালে আমার শিক্ষাদিক্ষা আর সৌন্দর্য চাপা পড়ে গেলো। আমার বড় জা আমাকে খুব হেয়ো করে কথা বলতো, সবসময় কাজের লোকের মতো ব্যবহার করতো, আর আমার শাশুড়ী ও তাকে সাপোর্ট করতো,আমার স্বামী ছিলো চাপা স্বভাবের সব বুঝেও সে চুপ করে থাকতো, আমাকে শান্তনা দিতো। জা এর বাড়ি থেকে যেদিন ইফতার পাঠানো হলো সেদিন আমার প্লেট বাদে সবার প্লেটেই উনার বা...