মেসার্স/ট্রেডার্স/ব্রাদার্স/এন্টারপ্রাইজ
মেসার্স/ট্রেডার্স/ব্রাদার্স/এন্টারপ্রাইজ দিয়ে কী বুঝায়?
মেসার্স বা ট্রেডার্স শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। কোনো দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে মেসার্স, ট্রেডার্স, এন্টারপ্রাইজ শব্দগুলো লেখা থাকে। কিন্তু আমরা প্রায় অনেকেই জানি না যে আসলে এই শব্দগুলো কেন লেখা থাকে। যার কারণে সর্বত্রই দেখা যায় ভুল ব্যবহার। চলুন জেনে নিই মেসার্স, ট্রেডার্স, এন্টারপ্রাইজ শব্দের অর্থ।
মেসার্স:
ফরাসি শব্দ মসিয়ার এর অর্থ হচ্ছে জনাব/মহোদয়। আর মসিয়ার এর বহুবচন মেইসিয়ারস যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মেসার্স (Messrs)। মেসার্স শব্দের অর্থ হচ্ছে সর্বজনাব, ভদ্রমহোদয়গণ। আবার ইংরেজি মিস্টার শব্দের বহুবচন হচ্ছে মেসার্স। তাই কোন প্রতিষ্ঠান যদি একের অধিক ব্যক্তি মালিকাধীন হয় তবে তার পূর্বে মেসার্স লেখা যায়।
যেমন মেসার্স রবিন এন্ড কোং।
যেসব প্রতিষ্ঠান একক ব্যক্তির নামে বা মানুষের নামে নয় তাদের নামের পূর্বে মেসার্স লেখা উচিত নয়। যেমন: মেসার্স রানা ট্রেডার্স, মেসার্স ফুলকলি এন্ড কোং। আমাদের দেশে এই ভুলটি সবাই করে থাকে। সবাই মেসার্স লিখে সাইনবোর্ড টানিয়ে দেয়। কিন্তু এটি উচিত নয়।
ট্রেডার্স:
ইংরেজি Trade শব্দের অর্থ ব্যবসায়। trader শব্দের অর্থ ব্যবসায়ী। আর trader এর বহুবচন হলো ট্রেডার্স, অর্থাৎ ট্রেডার্স শব্দের অর্থ ব্যবসায়ীগণ।
ট্রেডার্স বলতে একাধিক ব্যক্তির প্রতিষ্ঠান বোঝায় যারা নিজেরা ওই প্রতিষ্ঠানের পক্ষে থেকে অন্য প্রতিষ্ঠানের পণ্য কিনে এবং বিক্রি করে। কিন্তু তারা যদি নিজেরা পণ্য উৎপাদন করে বিক্রি করে তাহলে তা কিন্তু ট্রেডার্স এর আওতাভুক্ত নয়।
যেমন: মেসার্স কাজল এন্ড করিম ট্রেডার্স।
এন্টারপ্রাইজ:
ইংরেজি এন্টারপ্রাইজ শব্দের অর্থ উদ্যোগ। কোন ব্যবসায় সংগঠন চালানো এবং ঝুঁকি নেওয়াকে এন্টারপ্রাইজ বলে। প্রকৃতপক্ষে এন্টারপ্রাইজ এক ধরনের উচ্চাভিলাষী ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেমন: হানিফ এন্টারপ্রাইজ।
ব্রাদার্স:
ব্রাদার্স বলতে পেশা বা সমিতিভুক্ত ব্যক্তিবর্গকে বুঝায়। এটি আমাদের দেশে ঠিকভাবেই ব্যবহৃত হয়।
যেমন: মেসার্স কাজল এন্ড ব্রাদার্স।
শেষ কথা,
একা কোনো উদ্যোগ নিলে এন্টারপ্রাইজ নাম দিতে পারেন। একাধিক ব্যক্তি হলে মেসার্স নাম দিবেন। আবার কোনো সমিতি গঠন করলে ব্রাদার্স নাম দিবেন। আর যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষে কেনা বেচা করেন তাহলে ট্রেডার্স নাম দিবেন।
আশা করি, আমার আলোচনা থেকে টেড্রার্স, এন্টারপ্রাইজ, ব্রাদার্স, মেসার্স শব্দের অর্থ কী বুঝায় এবং কোথায় ব্যবহার করা যায় তা বুঝতে পেরেছেন।
আর এক মালিকানাধীন ছোট প্রতিষ্ঠানের নামের সাথে প্রোপাইটার যুক্ত থাকে তা তো জানেন।
সবাইকে শুভ কামনা
Sheikh Ohidullah এর টাইমলাইন থেকে।
Comments
Post a Comment