Posts

Showing posts from January, 2022

NACTAR নেকটার থেকে বাংলাদেশ সরকারের আয়োজনে নাম মাত্র খরচে আইটি কোর্স

NACTAR নেকটার থেকে বাংলাদেশ সরকারের আয়োজনে নাম মাত্র খরচে আইটি কোর্স করে সাবলম্বি হন। যোগ্যতা এসএসসি। সব কয়টাই অনলাইন কোর্স। Digital Marketing Graphics Design (Adobe Photoshop and Adobe Illustrator) Fundamentals of Webpage Designing Video Editing Basic Computer Application Course রেজিস্ট্রেশনের জন্য সহযোগিতার দরকার হলে মেসেঞ্জারে যোগাযোগ করুন। https://nactar.org/sc/coursedetails.php?c=d45a5428660320c3846d88ff22e2a142&d=6&m=d45a5428660320c3846d88ff22e2a142

ফ্রিল্যান্সিং খুবই সস্তা একটা পেশা!

ফ্রিল্যান্সিং খুবই সস্তা একটা পেশা! বর্তমানে সবাই ফ্রিল্যান্সিং টাকে এমনভাবে প্রমোট করছে যেনো এইটা দেশের সবচেয়ে নিচু স্তরের একটি পেশা। মোবাইল দিয়ে মাসে লাখ টাকা ইনকাম, কাজ না জেনেই হাজার হাজার টাকা আয়, ২ঘন্টা কাজ করে প্রতিদিন শতশত ডলার আয়। এগুলা আসলে কি ভাই। সত্যিই কি ফ্রিল্যান্সিং এতো সহজ? তাহলে আমরা কেনো এতো টাকা খরচ করে এতো সময় ব্যয় করে কাজ শিখলাম। যদি ফ্রিল্যান্সিং মানেই হাজার হাজার ডলার হয় তাহলে কেনো আজ আমাদের একটি অর্ডার পাওয়ার জন্য হাহাকার। ফ্রিল্যান্সিং এতো সহজ না। মুখরোচক বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ফ্রিল্যান্সিং জিনিসটাকে যতটা সস্তাভাবে প্রমোট করছে, ফ্রিল্যান্সিংটা তার ঠিক উল্টো। সারাদিন এতো চেষ্টা এতো কাজ শেখার পরও আমরা কাজ পাচ্ছি না আর আপনারা দুদিন কাজ শিখেই হাজার হাজার ডলারের স্বপ্ন দেখেন? প্রায় ৫ বছর আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা, কাজ শিখা শুরু তখন থেকেই। সেই আমি কিনা ১ বছর আগে ফাইবারে একাউন্ট খুলি। আর আজকাল পোলাপান সকালে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলে দুপুরে একাউন্ট খুলে ফেলে। এর পিছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান গুলো/ফেসবুক পেজের ন

ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন?

#যারা_ড্রাইভিং_লাইসেন্স_করতে_চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড ৮৫টি প্রশ্ন ব্যাংক ও উত্তর নিজে শিখুন এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করুন। ===================================== ০১. প্রশ্ন : মোটরযান কাকে বলে ? উত্তরঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে। ০২. প্রশ্ন : গাড়ি চালনার আগে করণীয় কাজ কী কী ? উত্তরঃ ক. গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেন, ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স (বিমা) সার্টিফিকেট, রুট পারমিট ইত্যাদি) গাড়ির সঙ্গে রাখা। খ. গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। গ. রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ঘ. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা। ঙ. লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। চ. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। ছ. গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না

নিউটন যে সূত্রগুলো দিতে ভুলে গেছেন

নিউটন যে সূত্রগুলো দিতে ভুলে গেছেন: ১)লাইনের সূত্র: *যখন আপনি তাড়াতাড়ি সামনে এগোনোর জন্য একটা লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়াবেন, তখন ছেড়ে আসা লাইনটা আপনি পরে যে লাইনে দাঁড়িয়েছেন তার চেয়ে দ্রুত এগোতে থাকবে। ২)টেলিফোনের সূত্র: *যখন আপনি কোনো রঙ নাম্বারে ফোন করবেন, তখন কোনো এনগেজড টোন শুনতে পাবেন না। ৩)গ্যারেজের সূত্র: *গ্যারেজে কাজ করতে করতে যখন দুই হাত একদম কালিঝুলিতে ভরে যায় ঠিক তখনই নাকের ডগাটা চুলকায়। ৪)বাথরুম সূত্র: *জল ঢেলে সারা শরীর এবং চুল একদম ভিজিয়ে ফেলার পরপরই ফোনটা বেজে উঠবে। ৫)কারণ দেখানোর সূত্র: *যখনই আপনি আপনার ঊর্ধ্বতনকে দেখাতে যাবেন কম্পিউটারটা ঠিকমতো কাজ করছে না, তখনই দেখবেন সেটা ঠিকঠিক কাজ করছে। ৬)চুলকানির সূত্র: *শরীরের সেই স্থানের চুলকানি সবসময় বেশি তীব্র হয় যে স্থানে হাত পৌঁছানো বেশি কঠিন। ৭)কফির সূত্র: *যখনই এক মগ গরম কফি হাতে নিয়ে আপনি আরাম করে খেতে বসবেন, ঠিক তখনই বস আপনাকে ডেকে পাঠাবে কোনো জরুরি কাজ করে দেওয়ার জন্য। ৮)দেখা হওয়ার সূত্র: *স্ত্রীর সঙ্গে শপিংয়ে বের হলে এমন একজন বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনার দেখা হবে যাকে আপনার স্ত্রী দু'চোখে দেখতে পারে না। ৯)মিথ্যা

গণিতের মৃত্যু হয়ে গেল

স্ত্রীর জটিল হিসাব ➖➖➖➖➖➖ এক স্বামী তার স্ত্রীর কাছ থেকে ২৫০ টাকা ধার নিল। তার কিছুদিন পর আবার ২৫০ টাকা নিল। তার কিছুদিন পর স্ত্রী তার স্বামীর কাছে পাওনা টাকা চাইলো। স্বামী জিজ্ঞেস করলো কতো হয়েছে? স্ত্রী বলল ৪১০০ টাকা ! কিভাবে? স্বামী জিজ্ঞেস করল। স্ত্রী খাতায় লিখে ঠিক এভাবেই হিসেব দিল 👇👇👇👇 ২ ৫ ০ টাকা +২ ৫ ০ টাকা -------------------------------------- মোট- ৪ ১০ ০ টাকা স্বামী হতবাক হয়ে ভাবতে লাগলো কোন স্কুলে পড়েছে কে জানে ! স্বামী বুদ্ধি খাটিয়ে ভেবে দেখল যে, ও যেভাবে গণিত শিখেছে ওকে সেভাবেই শোধ দিতে হবে। সে ১০০ টাকা দিয়ে স্ত্রীকে দিয়ে জিজ্ঞেস করল আর কতো পাবে খাতায় হিসেব করে দেখাও। স্ত্রী ঠিক আগের মতো হিসাব করল- 👇👇👇👇 ৪ ১ ০ ০ টাকা - ১ ০ ০ টাকা ------------------------ ৪ টাকা স্ত্রীকে ৪ টাকা দিয়ে বলল হিসাব বরাবর ! 🤣 দুজনেই এভাবে আনন্দিত হয়ে জীবন অতিবাহিত করতে লাগল। কিন্তু মাঝখান থেকে গণিতের মৃত্যু হয়ে গেল। 😉🤭🥱

ফিরতে একটু দেরী হবে...🙄🤔

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।😃🤣😂 স্ত্রী ফোন করলাে স্ত্রীঃ হ্যালাে তুমি কোথায়? স্বামীঃ গত ঈদের আগের দিন আমরা যে জুয়েলারি দোকানে গিয়েছিলাম, তুমি একটা হার পছন্দ করেছিলে, মনে আছে?😉 স্ত্রীঃ হা হা মনে আছে। স্বামীঃ কিন্তু তখন আমার কাছে অতাে টাকা ছিলাে না মনে আছে?🤣😂 স্ত্রীঃ মনে থাকবেনা কেন সব মনে আছে।😏 স্বামীঃ তখন তােমার মন খারাপ হয়ে ছিল মনে আছে।🙂 স্ত্রীঃ আরে ধুর মনে থাকবেনা কেন সব মনে আছে। স্বামীঃ তখন আমি বলেছিলাম যে হারটা একদিন আমি তােমায় কিনে দিব। স্ত্রীঃ এবার ভীষণ খুশি হয়ে বল্লো- মনে আছে 'জান' তারপর বলাে। স্বামীঃ আমি সেই জুয়েলারি দোকানের পাশে যে নাপিতের দোকান আছে সেই নাপিতের কাছে চুল কাটাচ্ছি। ফিরতে একটু দেরী হবে...🙄🤔

৮৮ বছর বয়সের চার্লি চ্যাপলিন

৮৮ বছর বয়সের চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন। ১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদের সমস্যাও না। ২) আমি বৃষ্টিতে হাঁটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়। ৩) যেদিন হাসলাম না সে দিনটি নষ্ট করলাম। দেহের যন্ত্রণা থেকে তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি। ৪) জগতে সবচেয়ে ভালো ছয় জন ডাক্তার হলোঃ সূর্য, বিশ্রাম, শরীর চর্চা, পরিমিত খাবার, আত্ম মর্যাদা এবং বিশ্বস্ত বন্ধু। এই ছয় ডাক্তারের সাথে সুসম্পর্ক যার, সুন্দর শরীর আর দেহ মন তার। তুমি যদি চাঁদের সৌন্দর্য্য দেখো, তবে স্রষ্টার সৌন্দর্য্য কিছুটা হলেও অনুভব করতে পারবে। যদি তুমি সূর্য দেখো, তবে মহাপরাক্রমশালী বিধাতার ক্ষমতার নিদর্শন একটু হলেও বুঝতে পারবে। আর তুমি যদি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো, তবে রবের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে। আমরা সবাই যার যার গন্তব্যের পথে অভিযাত্রী। স্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে। মহাকালের হিসাবে এই যাত্রাপথ খুবই ক্ষণস্থায়ী ভাই। আজ আছি কাল নাই। ঘৃণায় সময় নষ্ট না করে তাই, এই যাত্রা