ফিরতে একটু দেরী হবে...🙄🤔

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।😃🤣😂 স্ত্রী ফোন করলাে স্ত্রীঃ হ্যালাে তুমি কোথায়? স্বামীঃ গত ঈদের আগের দিন আমরা যে জুয়েলারি দোকানে গিয়েছিলাম, তুমি একটা হার পছন্দ করেছিলে, মনে আছে?😉 স্ত্রীঃ হা হা মনে আছে। স্বামীঃ কিন্তু তখন আমার কাছে অতাে টাকা ছিলাে না মনে আছে?🤣😂 স্ত্রীঃ মনে থাকবেনা কেন সব মনে আছে।😏 স্বামীঃ তখন তােমার মন খারাপ হয়ে ছিল মনে আছে।🙂 স্ত্রীঃ আরে ধুর মনে থাকবেনা কেন সব মনে আছে। স্বামীঃ তখন আমি বলেছিলাম যে হারটা একদিন আমি তােমায় কিনে দিব। স্ত্রীঃ এবার ভীষণ খুশি হয়ে বল্লো- মনে আছে 'জান' তারপর বলাে। স্বামীঃ আমি সেই জুয়েলারি দোকানের পাশে যে নাপিতের দোকান আছে সেই নাপিতের কাছে চুল কাটাচ্ছি। ফিরতে একটু দেরী হবে...🙄🤔

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত