ফ্রিল্যান্সিং খুবই সস্তা একটা পেশা!

ফ্রিল্যান্সিং খুবই সস্তা একটা পেশা! বর্তমানে সবাই ফ্রিল্যান্সিং টাকে এমনভাবে প্রমোট করছে যেনো এইটা দেশের সবচেয়ে নিচু স্তরের একটি পেশা। মোবাইল দিয়ে মাসে লাখ টাকা ইনকাম, কাজ না জেনেই হাজার হাজার টাকা আয়, ২ঘন্টা কাজ করে প্রতিদিন শতশত ডলার আয়। এগুলা আসলে কি ভাই। সত্যিই কি ফ্রিল্যান্সিং এতো সহজ? তাহলে আমরা কেনো এতো টাকা খরচ করে এতো সময় ব্যয় করে কাজ শিখলাম। যদি ফ্রিল্যান্সিং মানেই হাজার হাজার ডলার হয় তাহলে কেনো আজ আমাদের একটি অর্ডার পাওয়ার জন্য হাহাকার। ফ্রিল্যান্সিং এতো সহজ না। মুখরোচক বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ফ্রিল্যান্সিং জিনিসটাকে যতটা সস্তাভাবে প্রমোট করছে, ফ্রিল্যান্সিংটা তার ঠিক উল্টো। সারাদিন এতো চেষ্টা এতো কাজ শেখার পরও আমরা কাজ পাচ্ছি না আর আপনারা দুদিন কাজ শিখেই হাজার হাজার ডলারের স্বপ্ন দেখেন? প্রায় ৫ বছর আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা, কাজ শিখা শুরু তখন থেকেই। সেই আমি কিনা ১ বছর আগে ফাইবারে একাউন্ট খুলি। আর আজকাল পোলাপান সকালে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলে দুপুরে একাউন্ট খুলে ফেলে। এর পিছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান গুলো/ফেসবুক পেজের নামে মাত্র ফ্রিল্যান্সিং কোর্সগুলো। টাকার লোভ দেখিয়ে তারা মানুষদের কোর্সে ভর্তি করছে। মাত্র ১০০/৩০০/৫০০ টাকায় কোর্স বিক্রি করছে। এই ১০০ টাকাতেই তারা প্রফেশনাল ফ্রিল্যান্সার বানায় দিবে হ্যান ত্যান। আর কেউ এটাও ভাবেনা যে লাখ লাখ টাকা ইনকাম করা এতোই সহজ হতো তাহলে তারা ফেসবুকে তাদের এসব কোর্স বিক্রি করতোনা তাও আবার ১০০/২০০ টাকায়। ফ্রিল্যান্সিং টাকে একদম সস্তা করে দিচ্ছে। এমনিতেই মার্কেটের অবস্থা খুবই খারাপ বর্তমানে। তারওপর দৈনন্দিন এসব মুখরোচক হাজার হাজার ডলারের বিজ্ঞাপন হতাশাজনক। কথাগুলো তেতো তবেই এটাই সত্যি এটাই বাস্তব। আমার এ কথাগুলো কারে মনে আঘাত দিয়ে থাকলে দুঃখিত তবে এটাই সত্য।

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত