Posts

ইসলামের বাণী শাশ্বত-চিরন্তন-সত্য

পোস্টটি ফেসবুক থেকে হুবহু তুলে ধরা তবে মিথ্যা বা মনগড়া নয়। প্রয়োজনে কেউ যাচাই করে দেখতে পারেন। প্রতিটি শরিয়াতি আইন বিধান এবং হুকুমের বাস্তব ও যুক্তিসম্মত অর্থ ও কার্যকারিতা আছে এর একটি প্রমাণ নিচের লেখাগুলো........................... ১৪০০ বছর আগে রাসুল (সাঃ) এর বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে ! মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ "পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাখনুর উপর পড়তে হবে। অন্যথায় তারা জাহান্ নামে যাবে।" - (সহীহ বুখারী ৫৩৭১) বিজ্ঞান বলে, পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। মুহাম্মদ (সাঃ) বলেছেন, "ভ্রু প্লাগকারীর উপর আল্লাহর লানত" - (সহীহ বুখারী ৫৫১৫) বিজ্ঞান বলে, ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাগকারী পাগল হতে পারে, অথবা মৃত্যুবরণও করতে পারে। রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম" - (সহীহ বুখারী ৬১২৪) বিজ্ঞান বলে, ধুমপানের
Image
আমার জান-জীবন আর থাকলো না। পারলাম না আমার গ্রাফিক ডেন কে বাচিয়ে রাখতে। গলা টিপে নিজের হাতেই হত্যা করতে হচ্ছে নিজের হাতে গড়া Graphic Den কে। বাংলাদেশে ভিন্নমাত্রার এক গ্রাফিক ডিজাইন ( graphic design ) উপহার দেয়া আর হলনা। আমার গ্রাফিক ডেন -এর আজই শেষ দিন। সবার কাছে আমার বিপদ মুক্তির কামনা প্রার্থনা করতেছি।