বেসিস এর তত্ত্বাবধানে ঢাকায় আবারো শুরু হতে যাচ্ছে এসইআইপি প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম 🎉

 🎉 বেসিস এর তত্ত্বাবধানে ঢাকায় আবারো শুরু হতে যাচ্ছে এসইআইপি প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম 🎉 

 🇧🇩বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতায় Skills for Employment Investment Program (SEIP) এর সাথে শুরু হতে যাচ্ছে BASIS-SEIP Tranche - 3 প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে বেসিসেরএর তত্ত্বাবধানে শুরু হচ্ছে এসইআইপি প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম।

➡️ কোর্সঃ

🟢 Web Design 

➡️ সুবিধা সমূহঃ

🟢১০০% বিনা মূল্যে কোর্স করার সুযোগ।

🟢প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে।

🟢প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

🟢যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা করা হবে।

🟢নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।

➡️ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ঃ 

🟢 শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত/অনার্স অথবা ডিপ্লোমা কমপ্লিট প্রার্থীরাই এ কোর্স টি করার সুযোগ পাবেন।

🟢 যারা ইতিপূর্বে এসইআইপি কোর্স করেছেন তারা এই কোর্স করতে পারবেন না।

🟢 এই পোস্টটি শুধুমাত্র ঢাকার জন্য, কোর্সটি করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে (অফলাইন কোর্স)

🟢 কোর্স করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র(NID) থাকতে হবে।

🟢 সপ্তাহে ৫দিন ৪ঘন্টা করে ক্লাস করার সময় থাকতে হবে।

🟢 আগ্রহী প্রার্থীরা দ্রুত রেজিস্ট্রেশন করুনঃ

👉 https://seip.bitm.org.bd/seip/registration/dhaka

কোর্সের রেজিস্ট্রেশন, উপরে উল্লেখিত লিংকের মাধ্যেম সম্পুর্নভাবে অনলাইনের নেওয়া হচ্ছে, রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পরে ৬ সংখ্যার SEID সংরক্ষণ করে রাখুন, কিছু দিনের মধ্যেই আপনাদের সাথে ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করা হবে।

☘️☘️ কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ https://www.facebook.com/BASIS.SEIP

অফিসঃ Dhaka Division:

BASIS Institute of Technology & Management (BITM)

BDBL Bhaban (3rd Floor - East), 12 Kawran Bazar, Dhaka -1215.

Contact Number: +8809612342486 Ext: 209-211 (from 9:30am – 5:00 pm)

Email address: info@bitm.org.bd

#seip #basis_seip #webdesign

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত