নারায়নগঞ্জ কণিকা || নারায়নগঞ্জের গল্প - কথা

 এক নজরে ⤵

❤ নারায়নগঞ্জ❤


১)বাংলাদেশের ধনী জেলার তালিকায় ১ম স্থান।


২)বাংলাদেশের ২য় ক্ষুদ্রতম জেলা।


৩)বাংলাদেশের ৭ম সিটি কর্পোরেশন।


৪)বাংলাদেশের ২য় বৃহত্তর বাণিজ্যিক নগরী। 


৫)প্রাচ্যোর ডান্ডি।


৬)বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন (ঢাকা-চট্টগ্রাম)মহাসড়ক এই নারায়ণগঞ্জ দিয়েই অবস্থিত। 


৭)সমগ্র চট্টগ্রাম,সিলেট বিভাগের যানবাহন ও বরিশাল বিভাগের সকল লঞ্চ এই জেলা দিয়েই চলমান। 


৮) রাজধানী ঢাকার ১টি আন্তর্জাতিক বিমানবন্দর সহ ২টি বিমান ঘাটির জ্বালানী সরবরাহ হয় এই জেলা থেকে।


৯)দেশের ২য় বৃহত্তর ভোগ্যপণ্যর পাইকারি বাজার নিতাইগঞ্জ এখানেই অবস্থিত।


১০)আমাদের সিদ্ধিরগঞ্জ, মেঘনাঘাট, মদনগঞ্জ, হরিপুর, পাগলা, কাশীপুর বিদ্যুৎ কেন্দ্রগুলোই জাতীয়গ্রীডের বৃহৎ অংশের যোগানদাতা। 


১১) পৃথিবীর ১ম এবং ২য় সর্বশ্রেষ্ঠ ২টি পরিবেশবান্ধব শিল্পকারখানা(রেমী হোল্ডিংস্ ও প্লামি ফ্যাশন) এ জেলাতেই অবস্থিত। 


১২)প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁও এই নারায়ণগঞ্জেই। 


১৩)বাংলাদেশ আওয়ামী লীগ এর জন্ম এই নারায়ণগঞ্জের ই পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে।


১৪) বাংলাদেশের সর্ববৃহত ফ্লাওয়ার মিল (শম্পা ফ্লাওয়ার মিল) এই নারায়ণগঞ্জেই। 


১৫) অবিভক্ত পুর্ব বাংলার সর্বপ্রথম মিটারগেজ রেলপথ শুরু হয় এই নারায়ণগঞ্জ থেকেই।


১৬) বাংলার প্রথম ডাক ও টেলিফোন সার্ভিস এর সুতিকাগার এই নারায়ণগঞ্জ। 


১৭) মসলিন ও জামদানীর পীঠস্থান এই নারায়ণগঞ্জ। 


১৮) বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন, বিজেএ হোসিয়ারি মালিক সমিতি, বিকেএমই এ সহ আরো অনেক সদরদপ্তর নারায়ণগঞ্জ।


১৯) দেশের সর্ববৃহত নদীবন্দর নারায়ণগঞ্জ। 


২০) দেশের নীট তথা তৈরী পোশাকশিল্পের জন্মভুমি এই নারায়ণগঞ্জ। 


২১) এই নারায়ণগঞ্জ এর কৃতিসন্তান যারা:জ্যোতি বসু,

কে এম শফিউল্লাহ, মোনেম মুন্না, পারভিন সুলতানা দিতি,

আতাহার আলি খান, গ্রান্ড মাস্টার রাকিব, একে এম শামিম উসমান এবং সেলিনা হায়াত আইভি 


২২)বাংলাদেশের প্রথম রপ্তানিকৃত বাণিজ্যিক জাহাজ স্টেলা মেরিস তৈরী হয়েছিল এই নারায়ণগঞ্জেই।


২৩)বাংলাদেশের সর্ববৃহৎ সার এর মোকাম এই নারায়ণগঞ্জ।


২৪)দেশের ৩য় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।


২৫)বাংলাদেশের একমাত্র সরকারি মেরিন পলিটেকনিক ইন্সটিটিউট এই নারায়ণগঞ্জেই।


২৬)দেশের সিমেন্ট, ইস্পাত তথা নির্মাণ শিল্পের সিংহভাগ উৎপাদন ও সরবরাহ হয় এখান থেকেই।


২৭)বাংলাদেশ যখন নীট পোশাক উৎপাদনে বিশ্বের ২য়

তখন নারায়ণগঞ্জ দেশের মোট নীট পোশাক এর ৭০% সরবরাহ করে থাকে।


২৮)নারায়ণগঞ্জ এককভাবে বাংলাদেশের জাতীয় বাজেটের মোট ২০% অর্থ সরবরাহ করে থাকে।


২৯) বাংলাদেশের ১ম ডেমু(ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন এর উদ্ভোদন হয়েছিল এখান থেকেই।


৩০)ফকির গ্রুপ, ACI, সুপার স্টার,

প্যারাডাইস,এসরোটেক্স,নীট কনসার্ন,

আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ,

মোল্লা সল্ট, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ,

BSI এর মত আরো অনেক স্বনামধন্য শিল্প পরিবারের শুরু এখান থেকেই।


৩১) অবিভক্ত বাংলার প্রথম ক্লাব ছিল ইংলিশ ক্লাব যা বর্তমানে নারায়ণগঞ্জ ক্লাব নামে পরিচিত।


আসলেই গর্ব করার মত আমাদের নারায়ণগঞ্জ।

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত