Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming


আমি শুরু করেছিলাম ডিসেম্বর ২০১৫ তে আর তার সমাপ্তি ঘটল আজই। শুরু করুন তবে আমার পরামর্শ একটাই নিজে অবশ্যই সরাসরি জড়িত থাকবেন, লোক থাকলেও আপনি সরাসরি জড়িত থাকবেন অবশ্যই, লোক নির্ভর হবেন না। আমার সমস্যাটা হয়েছে- আমি চাকুরি করি ঢাকাতে, লোক দিয়ে নরসিংদীতে শুরু করি, সপ্তাহে যেয়ে এসে দেখাশুনা করতাম, এখন লোক তার মত পাল্টে ফেলে চলে যাচ্ছে, সে আর চাকুরি করবেনা, আমিও চাকুরি ছেড়ে গিয়ে হাল ধরা সম্ভব না তাই তরতর করে বাড়তে থাকা আমার খামারটির সমাপ্তি এখানেই মাত্র ১০ মাসের মাথাতেই। দুঃখ পুজি হারানো বা ক্ষতি নয়। দুঃখ হল হেরে গেলাম, চ্যালেঞ্জ নিয়ে তা অন্যের উপর ছেড়ে দিয়ে ডুবে গেলাম অতলে। যাহোক, আপনি আগে ছাগলের ভালো জাত চিনে (ব্ল্যাক বেঙ্গল হলে অবশ্যই দাড়ি আলা এবং কমপক্ষে ৩ -৪ বাচ্চা দেয় এমন জাতের বাচ্চা বা ছাগি নিবেন পরিচিত জনের কাছ থেকে)। উপজেলা পশু কর্মকর্তার থেকে তথ্য নিয়ে বাচ্চা বা মা ছাগল সংগ্রহ করুন, সরকারি সহযোগিতা ছাড়া ছাগলের খামার করা সম্ভব না ওরা করতে দিবেনা (ভ্যাকসিন বা অন্যান্য ব্যাপারে আজ হোক কাল হোক আপনাকে অবশ্যই তাদের কাছে যেতে হবে, ভালো সম্পর্ক রাখুন)। তার আগে উচু জমি ঠিক করি প্রয়োজনমত জাম্বু আর নেপিয়ার ঘাস বপন করুন যেন ছাগল কেনার পরপরই খাওয়াতে পারেন (১ মাস লাগবে কাটার উপযুক্ত ঘাস হতে)। ঘর তৈরি করুন মাচা দিয়ে, অন্তত ১ বিঘা জমি ছাগলের অবাধ বিচরণের জন্য বরাদ্দ রাখুন, নিয়ম মেনে টিকা দিন, ভ্যাকসিন দিয়ে নিবেন অবশ্যই, নিউমোনিয়া, পিপিআর এবং এন্থ্র্যাক্স নিয়ে গবেষণা করে ফেলুন এবং এগুলু থেকে ছাগলকে দূরে রাখুন আজীবন। এন্থ্র্যাক্স গরুর রোগ হলেও ছাগলকে ধরলে মাত্র ৬ ঘণ্টাই জীবন হন্তারনের জন্য যথেষ্ট (আমার ছাগল ওষুধ বা সেবা কিছুই মানল না মরেই গেল)। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা ত্রুটিপূর্ণ তাই এই গ্রুপ এবং সরকারি কর্মকর্তাদের এবং কৃষিবিদদের সাথে যোগাযোগ করে এগিয়ে যান। আমার কাছে থাকা ছবি ভিডিও আর লিখিত তথ্যগুলো নিতে চাইলে ইমেইল ঠিকানা দিবেন সব শেয়ার করে দিব। আগে নিজে গবেষণা করুন, পরামর্শ নিন, ভালো দিকগুলো গ্রহণ করুন, খারাপ দিকগুলো সুরাহা করুন শক্ত হাতে এবং আপনার যা যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ুন। খুব দ্রুত আর উত্তম নিরাপদ বিনিয়োগ করে লাভবান হউন। আমার জন্য দোয়া করবেন যেন পুর্ন শক্তিতে ফিরে আসতে পারি এমন খামার ব্যাবস্থাপনাতে খুব শীঘ্রই। বাংলাদেশ সরকারের কৃষি গবেষণা ইন্সটিটিউট এর এই হটলাইন নাম্বারটি (১৬১২৩)রাখুন এবং নেপিয়ার ঘাস সংগ্রহ এবং অন্যান্য তথ্যের জন্য যে কোন সময় যোগাযোগ করুন।


 

 
  

Comments

  1. আমি আপনার প্রকল্পের তথ্য গুলো চাই। দয়া করে যদি দিতেন। আমার মেইল হলঃ aliabbus92@gmail.com

    ReplyDelete
  2. Thanks for your good post. I'm the interested one in goat farming and insaallah, going to start very soon. Would you please give me you mobile number? my email address is faridasia@gmail.com, cell: 01916 868585.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত