সম্পদ এক দিনে গড়া যায় না কিন্তু ধ্বংস হতে মাত্র একদিন সময়ই যথেষ্ট ।। সবই মিথ্যা !!!

প্রচলিত আছে, সম্পদ এক দিনে গড়া যায় না কিন্তু ধ্বংস হতে মাত্র একদিন সময়ই যথেষ্ট। হ্যাঁ সত্যই, এক দিনে রাজ্য ভেঙ্গে খান খান হয়ে যায় কিন্তু গড়তে হলে লাগে দীর্ঘ সময়।

আমার কথা হল এমন উদাহরণ আমাকে আপনি দেখান, কয়টা দেখাবেন- হ্যাঁ আছে, চেঙ্গিস খান, সিরাজ উদ দৌলা, সাজ্জাদের বেহেস্ত, সাদ্দামের রাষ্ট্র, ধনীর ধন-সম্পদ নিঃশেষ হয়ে যাওয়া আরও কত কি ! কিন্তু ! আমার কথা হল, এমন ভাঙ্গেনি ধ্বংস হয়ে যায়নি কতগুলা আছে কেউ হলফ করে বলতে পারবে ? ভাঙ্গার গল্প ২-৩-১০-২০ খানি হবে আর গড়ার গল্প হাজার লাখ কোটি অজস্র অগণিত.........

আমাদের সমাজটাই এমন একটি দুটি ভাঙ্গার গল্পে বিভোর, টেকসই গাথুনির আজীবন মেয়াদের গড়ে উঠার গল্পগুলো আমরা লিখিও না আর লিখলেও তা পড়েও দেখিনা ভুলে ভালে..................

Comments

Popular posts from this blog

মেসার্স/ট্রেডার্স/ব্রাদার্স/এন্টারপ্রাইজ

List of Web Hosting and Domain sellers in Bangladesh || বাংলাদেশী হোস্টিং ও ডোমেইন বিক্রয় কোম্পানির তালিকা