সাহচর্যে প্রভাব

সাহচর্যে প্রভাবঃ- ১. স্ত্রীর পাশে ১ মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। ২. মাতালের কাছে ১০ মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ। ৩. সাধুদের সাথে ৩ মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। ৪. রাজনীতিবিদের সাথে ৪ মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক। ৫. একজন জীবনবীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ৬. একজন ব্যবসায়ীর সাথে ৬ মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। ৭. একজন বিজ্ঞানীর সাথে ৭ মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে। ৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮ মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন। ৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯ মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না। ১০. একজন সৈনিকের সাথে ১০ মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। ১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই। ১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০ মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর।

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত