Design Contetest sites || গ্রাফিক ডিজাইন কাজের ওয়েবসাইটের তালিকা
দুনিয়াব্যাপি অনেক অনেক বিখ্যাত গ্রাফিক ডিজাইনার যেমন আছে তেমনি ডিজাইন কাজের ব্যাবসায়িক ক্ষেত্রও আছে। আর এখন যুগ ফ্রিলান্সিংয়ের। ফ্রিলান্স কাজ করতে গেলে ক্লায়েন্ট বা কাজের বাজার খোঁজাও খুবই সহজ হয়ে গিয়েছে অনলাইনের বিস্তারের কারণে। এর মধ্যে যেমন ওয়ান টু ওয়ান কাজের সুবিধা আছে তেমনি ঝামেলাও আছে। সবচেয়ে নিরাপদ, ঝুকিহীন কাজের ক্ষেত্র হিসেবে অনেক অনেক প্রতিযোগিতা বা কন্টেস্ট সাইটও আছে অনলাইনে। যেখানে ইচ্ছামত কাজ খুজে নিয়ে নিজের মত করে গ্রাহকের পছন্দমাফিক কাজ জমা দেয়া যায়। আর তা গ্রাহকের পছন্দ হয়ে গেলেই হল- ৫০ থেকে ১,০০০ ডলার পর্যন্ত পাওয়া যায় সাধারণ একটা লোগোর কাজ করে। আজ তেমনি কিছু সাইটের তালিকা দিলাম নিচে। Graphic Design ers have proved how beautifully they can show their creativity around the world. There are lots of platforms for freelancing online instead of searching for local clients only. Online workplace gained success and popularity for providing freedom and independence to both the worker and client choosing their requirement criteria and platform or person to work with. Graph...