সত্যি-ই সেলুকাস ! আজব দেশ ! আজব দুনিয়া !

এই ছোট্ট জীবনটাতে কত কি দেখলাম ! হ্যালির ধূমকেতু, উল্কাপিণ্ডের ঝড়, সবচেয়ে বড় চাঁদ, মায়া সভ্যাতার জ্যোতিষীদের ভবিষ্যাৎ বাণীর প্রতিফলন, মঙ্গল গ্রহের পৃথিবীর কাছাকাছি চলে আসা, বিচিত্র ছায়াপথ, কম্পিউটারের বিস্ময়কর মুভ, আইফোন, আইপেড, হাজার বছরের সমাপ্তি আর নতুন হাজার বছরে ঢুকে পড়া, Y2K প্রবলেম, ICC -এর Y2K বকামি, দুর্নিতীর রাজত্ব, সুনীতির পিছিয়ে পড়া, রাজাকারদের বিচার করা, লোক দেখানো দু'দলের রাজনৈতিক দ্বন্দ্ব, রাশিয়ার গুটিয়ে যাওয়া, আমেরিকার উত্থান, সাধারণ মানুষের নীতির অভাব, শাসন -বেয়াদবি শব্দের মূল উৎপাটন, ইরাকের উপর চাপিয়ে দেয়া যুদ্ধের ঘানি, ন্যাটো নামের আন্তর্জাতিক স্বীকৃত দালাল সন্ত্রাসী বাহিনীর দাপুটে অভিযান..................... তবে সবচেয়ে বড় বিস্ময় আমার দেশের দ্রুত গতিতে এগিয়ে যাওয়া সামনের দিকে, প্রযুক্তির সাথে ঘর করা, রাজনীতির অবাক টার্ন -বিএনপির শত্রু প্রীতি আর তা দেখে আওয়ামীলীগের বন্ধু হারানোর বেদনা, অযথা আজাইরা প্যাঁচাল পারা জামাতের বেপারে- যেখানে রাজাকারগুলার জীবনকাল আর মাত্র-ই ১০-১৫ বছর বাকি, বাপের মত ক্ষমতা হারানোর ভয়ে একক নির্বাচন আর একক বিজয়ের স্বপ্ন !! সত্যি-ই সেলুকাস ! আজব দেশ ! আজব দুনিয়া !

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত