Life Hacks, Great Quotes, Talent Speeches-মনিষীদের উক্তি, জীবন দর্শণের অবিস্মরণীয় বানী
:: Life Hacks, Great Quotes, Talent Speeches-মনিষীদের উক্তি, জীবন দর্শণের অবিস্মরণীয় বানী ::
আমাদের জীবনে বিভিন্ন রকম ঘটনা আর ঘটনার ঘনঘটা ঘিরেই থাকে। এক্ষেত্রে কোন সুত্রই চূড়ান্ত বা নিশ্চিত নয়। তাতে কি ? যারা বোদ্ধা, জ্ঞানের সাগর আর অভিজ্ঞতার চুড়ায় চড়েছেন তাঁদের কিছু না কিছু ব্যাতিক্রমি উক্তি বা ভালো লাগা বাণী চিরদিনই অনেকে অনুসরণ করে গেছে। তাতে অনেকেই ভালো থেকেছে আবার অনেকেই ভাবে এসবে কিছুই হবে না হয়নি হয় না। নিচে মাত্র ৫৮ টি ছবি দিলাম যার সবগুলোই পড়ার মত আর হৃদয় দিয়ে মর্মার্থ করলে বা মেনে নিলে অথবা অনুসরণ করলে বাস্তবে সাফল্য, সুস্বাস্থ্য ইত্যাদি খুব নিকটেই আছে বলে মনে হবে। এই ছবিগুলো সবই পিন্টারেস্ট সাইট থেকে ডাউনলোড করা। বিভিন্ন জনের বিভিন্ন উতস্য থেকে সংগ্রহ কয়েক মিনিটের মধ্যেই নামিয়ে নিয়ে প্রিন্ট করলাম। ভালো লাগলো। আর তাই মনে হল আমার মানসিকতার অন্য আরও অনেকেই পড়ে উপকৃত হতে পারে।
তবে প্রিন্ট করতে গেলে একটা সমস্যাতে পড়তে হবে। এক একটা ছবির দৈর্ঘ্য বেশ লম্বা তাই A4 কাগজ দিয়ে সরাসরি প্রিন্ট করা সম্ভব না। এজন্য একটি ব্রাউজারের মাধ্যমে খুলে তারপর ব্রাউজার থেকে প্রিন্ট দিলে টানা যত পেইজ দরকার তত পেইজেই প্রিন্ট হয়ে যাবে। কাট, কপি বা ফটোশপ কিছুই করতে হবেনা। সবার সাফল্য কামনায়।
আমাদের জীবনে বিভিন্ন রকম ঘটনা আর ঘটনার ঘনঘটা ঘিরেই থাকে। এক্ষেত্রে কোন সুত্রই চূড়ান্ত বা নিশ্চিত নয়। তাতে কি ? যারা বোদ্ধা, জ্ঞানের সাগর আর অভিজ্ঞতার চুড়ায় চড়েছেন তাঁদের কিছু না কিছু ব্যাতিক্রমি উক্তি বা ভালো লাগা বাণী চিরদিনই অনেকে অনুসরণ করে গেছে। তাতে অনেকেই ভালো থেকেছে আবার অনেকেই ভাবে এসবে কিছুই হবে না হয়নি হয় না। নিচে মাত্র ৫৮ টি ছবি দিলাম যার সবগুলোই পড়ার মত আর হৃদয় দিয়ে মর্মার্থ করলে বা মেনে নিলে অথবা অনুসরণ করলে বাস্তবে সাফল্য, সুস্বাস্থ্য ইত্যাদি খুব নিকটেই আছে বলে মনে হবে। এই ছবিগুলো সবই পিন্টারেস্ট সাইট থেকে ডাউনলোড করা। বিভিন্ন জনের বিভিন্ন উতস্য থেকে সংগ্রহ কয়েক মিনিটের মধ্যেই নামিয়ে নিয়ে প্রিন্ট করলাম। ভালো লাগলো। আর তাই মনে হল আমার মানসিকতার অন্য আরও অনেকেই পড়ে উপকৃত হতে পারে।
তবে প্রিন্ট করতে গেলে একটা সমস্যাতে পড়তে হবে। এক একটা ছবির দৈর্ঘ্য বেশ লম্বা তাই A4 কাগজ দিয়ে সরাসরি প্রিন্ট করা সম্ভব না। এজন্য একটি ব্রাউজারের মাধ্যমে খুলে তারপর ব্রাউজার থেকে প্রিন্ট দিলে টানা যত পেইজ দরকার তত পেইজেই প্রিন্ট হয়ে যাবে। কাট, কপি বা ফটোশপ কিছুই করতে হবেনা। সবার সাফল্য কামনায়।
Comments
Post a Comment