আল্লাহ্ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার ক্ষমতা দিন।
আসসালামু আলাইকুম....
১টি ঘটনা....
👉শালী মারা যাওয়ার পর লাশের চারপাশে মহিলারা কুরআন তেলোওয়াত করছে।
এমন সময় তার দুলাভাই এসে দাবি করল।
আমি আমার শালীকে শেষ গোসলটা করাতে চাই। এই কথা শুনে আশেপাশের মানুষ হামলে পড়ল।👎
তারা দুলাভাইকে বুঝিয়ে দিল।
👉ফতোয়া কত প্রকার কি কি।
একজন তো হেব্বি গরম হয়ে বলেই ফেলল।
মরার পরে শালীকার মুখ দেখাও নাজায়েয।
আর তুই গোসল করাতে চাস মানে?
👉এইবার দুলাভাই বলা শুরু করল।✅
আমার শালীকা যখন জীবিত ছিলো।
তখন কতবার হাত চেপে ধরছে ৫০০ টাকার জন্য।
গলা জড়িয়ে ধরছে মেলায় যাওয়ার জন্য।
আমার মটর সাইকেলের পিছনে উঠার জন্য কত কি যে করেছে।
তখন সবই জায়েজ ছিলো।💔
আর মরার সাথে সাথে মুখ দেখাও নাজায়েজ হয়ে গেল।
এতদিন কোথায় ছিল আপনাদের ফতোয়া।☑️
তখন একজন বুঝিয়ে দিল।
মৃত অবস্থার তুলনায় জীবিত থাকা অবস্থাতেই দুলাভাইয়ের সামনে পর্দা মেইনটেইন করা অনেক বেশি জরুরী ছিল।
👉দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার জন্য পর্দা করা ফরজ ছিলো।✅
কিন্তু আজ যদি আপনি তার কাফনের ৫ টুকরা কাপড়ের উপরে আরও ৬ টুকরা এক্সট্রা কাপড় দিয়ে ঢেকে দেন তাতে কোনো লাভ হবেনা ।✔️
⭕আর মানুষের উপর কুরআন নাজিলের উদ্দেশ্য হল। মানুষ কুরআন পড়বে বুঝবে এবং তদনুযায়ী কাজ করবে।
মরা মানুষকে কুরআন তেলোওয়াত শুনিয়ে লাভ কি? জীবিত থাকতে কেউ যদি কুরআন মেনে চলতে না পারে।
তাহলে মরার পরে কুরআনকে তাবিজ বানিয়ে তার কবরে পাঠিয়ে দিলেও বিন্দু পরিমাণ লাভ হবে না ।
আল্লাহ্ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার ক্ষমতা দিন।
Comments
Post a Comment