সফল হতে হলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হয়

৪ বন্ধু মিলে ১টা পেট্রোল পাম্প দিল। কিন্তু তারা একটা কাস্টমারও পেলনা!!!! কারন, পেট্রোল পাম্পটা ছিল এক তলার উপরে!!! এবার তারা ঐ জায়গায় একটা রেস্টুরেন্ট খুলল । কিন্তু এবারও তারা কোন কাস্টমার পেলনা!!! কারন,তারা পেট্রোল পাম্প এর সাইনবোর্ডটা খুলে নাই!!!! এবার তারা ৪ জন মিলে একটা ট্যাক্সি কিনলো । কিন্তু এবারও তারা কোন যাত্রী পেলোনা!! কারন,২ বন্ধু সামনে আর ২ বন্ধু পিছনে বসে যাত্রী খুজতে ছিল!!! যাত্রী বসবে কই?? কিছুদিন পর তাদের ট্যাক্সি নষ্ট হয়ে গেল!!! তারা ৪ জন ট্যাক্সি ধাক্কা দিতে লাগল, কিন্তু ট্যাক্সি তার জায়গা থেকে একটুও নড়ল না!!! কারন ২ জন পিছন দিয়ে ঠেলতে ছিল আর ২ জন সামনে দিয়ে!! মোরালঃ পুঁজি আর জনবল থাকলেই সবাই সফল হতে পারে না।সফল হতে হলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হয়। অন‍্যেরা ভাল ব‍্যবসা করছে আমাকেও এই ব‍্যবসা করতে হবে এমন ভাবনা না ভেবে যে ব‍্যবসা করবো সেই ব‍্যবসা সম্পর্কে ভাল মন্দ জেনে ব‍্যবসায় নামা উচিত। (সংগ্রহীত)

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত