কোয়ারান্টাইনে ১৪ দিন

বাড়ি ফিরে টেবিলে বসে খাবার মুখে দিতেই আকবরের মেজাজটা খিঁচড়ে গেল। গিন্নিকে খেঁকিয়ে বললো, "সমস্ত দিন করোটা কি? এত বিস্বাদ রান্না খাওয়া যায়?" গিন্নি ভানু শান্তমুখে ফোন তুলে কাকে যেন বললেন, "আমার স্বামী মুখে স্বাদ পাচ্ছেন না!" খুশি হয়ে ভাবলাম যাক বাবা, উবার ইট্স থেকে কিছু আসছে! ওমা, পাঁচ মিনিটের মধ্যেই প্যাঁপ্পো প্যাঁপ্পো করে অ্যামবুলেন্স চলে এল, আর কয়েকজন মহাকাশচারী মিলে আমাকে বগলদাবা করে নিয়ে গিয়ে কিনা দিব্বি কোয়ারান্টাইন করে দিল ১৪ দিনের জন্য। রোজ বাড়ি থেকেই খাবার আসে, সঙ্গে একটি চিঠি। মাত্র দুটি শব্দ - "স্বাদ পাচ্ছ?" বিঃ দ্রঃ টেবিলে যা পাবেন, নিঃশব্দে খেয়ে উঠুন, রাগ দেখাবেন না। 😒

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত