'টর'
#শাশুড়ী ও তার হবু জামাইয়ের কথোপকথন শোনেন! 👇
শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, "বাবা" বিয়েতে তুমি কি কি উপহার চাও?
জামাইঃ কি যে বলেন মা ! আপনার মেয়ে তো নিজেই গুণবতী...আমার আর কি চাই!!
"আমাকে আপনি শুধু "টর" দিবেন, তাহলেই হবে"
শাশুড়ীঃ (খুব অবাক হয়ে) "টর" জিনিসটা কি বাবা? খুলে বলো কি তো? 🤔
জামাইঃ (কাচুমাচু করে) এই ধরুন মা... ""রেফ্রিজারে' টর,, জেনারে' টর,,স্কু' টর,,
কম্পিউ' টর,,ধরুন গিয়ে যেকোন ধরনের ""টর""
... শাশুড়ীঃ (মজা করে) ওলে আমার
আদরের জামাই,, It doesn't ম্যাটর। তুমি তো একজন মাষ্টর, আমিও তোমাকে পরাতে জানি সুয়ে'টর!
"তারপর তোমার হাতে তুলে দেবো আমার ড'টর,,,সে হবে তোমার মেন্টর। তার হাতে থাকবে একটা হান'টর,,
"সে তোমাকে দিয়ে রান্না করাবে
ম'টর + টমে'টর"
রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়া'টর,,
"তখন তোমাকে দেখতে লাগবে বে"টর
কি বুঝলে মিস্'টর !!
...
"এই কথা শুনে জামাই দিলো এক দৌড় !
ঠিক যেনো হেলিকপ' টর"!! 😄
I am not এটার রাইটর, only কালেক'টর & প্রেজেন্টর। তবে এ লেখাটা কিন্তু পূর্বের যে কোনো লেখার চেয়ে বেটর !!
Advance ধন্যবাদ সকল কমেন'টর' 😁
#সংগৃহিত
Comments
Post a Comment