বিরিয়ানি!

নতুন চাকরির চমৎকার এক ইন্টারভিউ-- বোর্ড-- আপনার দক্ষতা কী? প্রার্থী-- আমি ভাল বিরিয়ানি বানাতে পারি। বোর্ড- কোন জিনিসের প্রতি আপনি দুর্বল? প্রার্থী- এক প্লেট বিরিয়ানি! বোর্ড- আপনার পূর্বের চাকরির জটিলতা কী ছিল? এবং সেটা কিভাবে মোকাবেলা করতেন? প্রার্থী- বেতন দেরীতে পেতাম, তাই অনেক সময় বিরিয়ানি খেতে পারতাম না! কখনো কখনো ধার করে বিরিয়ানি খেতে হতো! বোর্ড- আপনার সহকর্মীদের কিভাবে সাহায্য করতেন? প্রার্থী- আমার সহকর্মীরা যখন নার্ভাস হয়ে পড়ত তখন তাদের বিরিয়ানির দোকানে নিয়ে যেতাম এবং খেতে উৎসাহিত করতাম। বোর্ড- আপনার স্মরণীয় ঘটনা কী? প্রার্থী- অফিস থেকে বাড়ি ফিরে যেদিন দেখতাম ডিনারে বিরিয়ানি! বোর্ড- আগামী দশ বছরে আপনার পরিকল্পনা কী? প্রার্থী- পর্যাপ্ত অর্থ উপার্জন করা এবং একজন নিজস্ব বাবুর্চি রাখা, যে কিনা দারুন বিরিয়ানি পাকাতে পারে। বোর্ড- আপনি কখন ব‍্যাথিত হন? প্রার্থী- যখন বিরিয়ানির ভরা প্লেটটা খালি হয়ে যায়! বোর্ড- পূর্বের চাকরির সেরা সুবিধা কী ছিল? প্রার্থী- সেখানে লাঞ্চে বিরিয়ানির ব‍্যবস্থা ছিল। বোর্ড- চাকরিটা ছাড়লেন কেন? প্রার্থী- লাঞ্চে বিরিয়ানি বন্ধ করে দিয়েছিল! বোর্ড- এখানে আপনার চাওয়া পাওয়া কী? প্রার্থী- প্রতিদিন বিরিয়ানি খেতে পারি- সেই পরিমাণ বেতন। বছরে আকর্ষণীয় বোনাস- যাতে পরিবার ও বন্ধুদের বিরিয়ানি খাওয়াতে পারি! বোর্ড- আমরা যদি আপনাকে বাতিল করি? প্রার্থী- প্রথমত কষ্ট পাবো, দ্বিতীয়ত নিজেকে motivate করতে দুই প্লেট বিরিয়ানি খাব। বোর্ড- আপনি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে নিচ্ছি আমরা। প্রার্থী- চলুন, বিরিয়ানি খেয়ে আসি! বোর্ড- Desert-এ কী খাবেন? প্রার্থী- ছোট বাটিতে করে বিরিয়ানি খাব। ©©©

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত