সিংড়ায় (নাটোর) সম্পূর্ণ সরকারী খরচে ফ্রি ট্রেনিং: বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী প্রকল্প।

 সিংড়ায় (নাটোর) সম্পূর্ণ সরকারী খরচে ফ্রি ট্রেনিং: বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী প্রকল্প।

সিংড়ায় (নাটোর) সম্পূর্ণ সরকারী খরচে ফ্রি ট্রেনিং । ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক বাস্তবায়নাধীন “বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী প্রকল্প” শীর্ষক প্রকল্পের মাধ্যমে (a)Advance Call Center (b) Professional Customer Service (c) Social Media Marketing এর উপর সিংড়ায় 150 জন নারী ও পুরুষকে বিনামূল্যে সরকারি খরচে ট্রেনিং প্রদান করা হবে।   

Apply Last Date: 22/05/2022

Class Start: 25/5/22 (Possibility)

Training Place: Jamila Faiz Polytechnic Institute (Possibility), Singra. 

Apply Now: 

https://forms.gle/vKAzn1kTKThm27qP9


প্রকল্পের নামঃ বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী প্রকল্প। 

প্রকল্প এরিয়াঃ সিংড়ায় (নাটোর)

বাস্তবায়নেঃ Fifo Tech & ISSL 

   

প্রকল্পের উদ্দ্যেশ্যঃ 

১. ডিপ্লোমা বা স্নাতকোত্তরদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা;(ঝরে পড়া বা বেকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) 

২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি; 

৩. একাডেমিয়া ও আইটি শিল্পে শক্তিশালী সংযোগ স্থাপন; এবং  

৪. আইটি/ আইটিএস খাতে তরুণদের জন্য আত্নকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিকরণ।  


মোট প্রশিক্ষনার্থী ও ব্যাচ সংখ্যাঃ ১৫০ জন  

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ডিপ্লোমা / বিএ / অনার্স /মাস্টার্স বা সমমানের যেকোন কোর্স সম্পন্নকারী আবেদন করতে পারবেন (ঝড়ে পড়া বা বেকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) তাছাড়াও যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তারাও আবেদন করতে পারবেন। নারী (নুন্যতম ৪০%) প্রশিক্ষনার্থীদের অগ্রাধীকার প্রদান করা হবে।  

ট্রেনিংয়ের সময়কাল ও ক্লাসঃ মোট ২ মাস বা ১০০ ঘন্টা (সপ্তাহে ৩ দিন, ৩ ঘন্টা করে)    

ট্রেনিংয়ের বিষয়ঃ (a)Advance Call Center          

                    (b) Professional Customer Service

                   (c) Social Media Marketing

 

আবেদন করার নিয়মঃ 

১. লিংকটিতে ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্যের ফর্মটি চলে আসবে যা সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে নির্ভুলতথ্য দিয়ে পূরণ করতে হবে।  


নিবন্ধনের জন্য নিচের লিঙ্কে ক্লিক করে ফর্মটি পুরন করুন- 

https://forms.gle/vKAzn1kTKThm27qP9 

জরুরি প্রয়োজনেঃ 01312225433


Apply Last Date: 22/05/2022

Class Start: 25/5/22 (Possibility)

Training Place: Jamila Faiz Polytechnic Institute (Possibility), Singra. 

Apply Now: 

https://forms.gle/vKAzn1kTKThm27qP9


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe5t7b6YLderjBSxJiHbuMVggXeEWaQrOonTml3b-Hdy33skA/viewform

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত