অর্থ মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় স্কিলস ফর এ্যমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রগ্রাম (SEIP) এর তত্তাবধানে BEIOA-SEIP Training Center, Wari, Dhaka সম্পুর্ন বিনামূল্যে বৃত্তিসহ (কোর্স ফি- ফ্রি, বৃত্তি-১৩,৫০০ টাকা) ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স (EIM) কোর্সে প্রশিক্ষন প্রদান
অর্থ মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় স্কিলস ফর এ্যমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রগ্রাম (SEIP) এর তত্তাবধানে BEIOA-SEIP Training Center, Wari, Dhaka সম্পুর্ন বিনামূল্যে বৃত্তিসহ (কোর্স ফি- ফ্রি, বৃত্তি-১৩,৫০০ টাকা) ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স (EIM) কোর্সে প্রশিক্ষন প্রদান করছে।
কোর্সে প্রশিক্ষনের বিষয় সমূহঃ
* ইলেকট্রিক্যাল ড্রয়িং
* ইলেকট্রিক্যাল মেজারিং ইন্সট্র্রুমেন্টের ব্যবহার
* হাউজ ওয়্যারিং
* ইন্ডাষ্ট্রিয়াল মোটর কন্ট্রোল এবং মেরামত
* মোটর রি-ওয়্যাইন্ডিং এবং মেরামত
* সোলার সিষ্টেম স্থাপন এবং মেরামত
* জেনারেটর এ টি এস (ATS) সংযোগ এবং মেরামত
* সেন্সর বেইজড লাইট এবং ফ্যান কন্ট্রোল সার্কিট
* পানির ট্যাংকে স্বয়ংক্রিয় পানি উত্তোলন সার্কিট
* বেসিক ইলেকট্রনিক্স
প্রশিক্ষনের বৈশিষ্ট এবং সুবিধাসমূহঃ
* NTVQF Level-3 সমতুল্য।
* নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার
* সম্পুর্ন বিনামূল্যে প্রশিক্ষন এবং দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা প্রদান
* প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান
* চাকুরী প্রাপ্তিতে সহায়তা।
BEIOA-SEIP Training Center, Wari, Dhaka সেন্টারে প্রশিক্ষন গ্রহনে আগ্রহী ব্যক্তিগন বিস্তারিত তথ্যের জন্য 01818349445 এবং 01626-481765 এই মোবাইলে নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।
ভর্তির সময় আবশ্যক:
২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
Comments
Post a Comment