Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming
আমি শুরু করেছিলাম ডিসেম্বর ২০১৫ তে আর তার সমাপ্তি ঘটল আজই। শুরু করুন তবে আমার পরামর্শ একটাই নিজে অবশ্যই সরাসরি জড়িত থাকবেন, লোক থাকলেও আপনি সরাসরি জড়িত থাকবেন অবশ্যই, লোক নির্ভর হবেন না। আমার সমস্যাটা হয়েছে- আমি চাকুরি করি ঢাকাতে, লোক দিয়ে নরসিংদীতে শুরু করি, সপ্তাহে যেয়ে এসে দেখাশুনা করতাম, এখন লোক তার মত পাল্টে ফেলে চলে যাচ্ছে, সে আর চাকুরি করবেনা, আমিও চাকুরি ছেড়ে গিয়ে হাল ধরা সম্ভব না তাই তরতর করে বাড়তে থাকা আমার খামারটির সমাপ্তি এখানেই মাত্র ১০ মাসের মাথাতেই। দুঃখ পুজি হারানো বা ক্ষতি নয়। দুঃখ হল হেরে গেলাম, চ্যালেঞ্জ নিয়ে তা অন্যের উপর ছেড়ে দিয়ে ডুবে গেলাম অতলে। যাহোক, আপনি আগে ছাগলের ভালো জাত চিনে (ব্ল্যাক বেঙ্গল হলে অবশ্যই দাড়ি আলা এবং কমপক্ষে ৩ -৪ বাচ্চা দেয় এমন জাতের বাচ্চা বা ছাগি নিবেন পরিচিত জনের কাছ থেকে)। উপজেলা পশু কর্মকর্তার থেকে তথ্য নিয়ে বাচ্চা বা মা ছাগল সংগ্রহ করুন, সরকারি সহযোগিতা ছাড়া ছাগলের খামার করা সম্ভব না ওরা করতে দিবেনা (ভ্যাকসিন বা অন্যান্য ব্যাপারে আজ হোক কাল হোক আপনাকে অবশ্যই তাদের কাছে যেতে হবে, ভালো সম্পর্ক রাখুন)। তার আগে উচু জমি ঠিক
Comments
Post a Comment