imTranslator || সহজেই যেকোন ভাষার অনুবাদ করার এডঅন
সুন্দর একটা ফায়ারফক্স এডঅন এর কথা বলি।
imtranslator.net/plugin-tr.asp imtranslator.net/plugin-tr.asp
ফায়ারফক্সের যেকোন পেইজে যেকোনো শব্দের উপরে মাউস রাখলেই বাবল উঠবে তাতে ক্লিক করলেই পুরোটুকুর অনুবাদ। অনেক ভাষায় অনুবাদ। গুগল ট্রান্সলেটের চেয়েও অনেক উন্নত এই অনুবাদ ব্যাবস্থা। সবচেয়ে বড় কথা হল মনোযোগ বা মাউস বা পেইজ কিছুই সরাতে হবেনা শুধু মাউস দিয়ে যে কোন শব্দের উপর ধরে বাবলে ক্লিক করলেই শব্দের সর্বোত্তম বাংলা বা অন্য যেকোনও অনুবাদ হাজির। যারা ভোকাবুলারি নিয়ে বিপদে আর এক লাইন পড়তে গেলে ৩ শব্দের অর্থ খুঁজতে হয় বলে আগ্রহ হারিয়ে ইংরেজিকেই বায় বায় বলে দেন তাঁদের জন্য অত্যন্ত উপযোগী।
আমার লেখাটাকেই ইংরিজি করে পড়ে দেখতে পারেন হাছা নাকি মিছা কইলাম। কিছু ছোট খাট সেটিংস আছে নিজেকে করে নিতে হবে ভিতর থেকে। আর বাবল না আসলে শব্দ সিলেক্ট করে রাইট ক্লিক করে imTranslator এ ক্লিক করলেই হয়ে গেল।
imtranslator.net/plugin-tr.asp imtranslator.net/plugin-tr.asp
ফায়ারফক্সের যেকোন পেইজে যেকোনো শব্দের উপরে মাউস রাখলেই বাবল উঠবে তাতে ক্লিক করলেই পুরোটুকুর অনুবাদ। অনেক ভাষায় অনুবাদ। গুগল ট্রান্সলেটের চেয়েও অনেক উন্নত এই অনুবাদ ব্যাবস্থা। সবচেয়ে বড় কথা হল মনোযোগ বা মাউস বা পেইজ কিছুই সরাতে হবেনা শুধু মাউস দিয়ে যে কোন শব্দের উপর ধরে বাবলে ক্লিক করলেই শব্দের সর্বোত্তম বাংলা বা অন্য যেকোনও অনুবাদ হাজির। যারা ভোকাবুলারি নিয়ে বিপদে আর এক লাইন পড়তে গেলে ৩ শব্দের অর্থ খুঁজতে হয় বলে আগ্রহ হারিয়ে ইংরেজিকেই বায় বায় বলে দেন তাঁদের জন্য অত্যন্ত উপযোগী।
আমার লেখাটাকেই ইংরিজি করে পড়ে দেখতে পারেন হাছা নাকি মিছা কইলাম। কিছু ছোট খাট সেটিংস আছে নিজেকে করে নিতে হবে ভিতর থেকে। আর বাবল না আসলে শব্দ সিলেক্ট করে রাইট ক্লিক করে imTranslator এ ক্লিক করলেই হয়ে গেল।
Comments
Post a Comment