নারায়নগঞ্জ কণিকা || নারায়নগঞ্জের গল্প - কথা
এক নজরে ⤵ ❤ নারায়নগঞ্জ❤ ১)বাংলাদেশের ধনী জেলার তালিকায় ১ম স্থান। ২)বাংলাদেশের ২য় ক্ষুদ্রতম জেলা। ৩)বাংলাদেশের ৭ম সিটি কর্পোরেশন। ৪)বাংলাদেশের ২য় বৃহত্তর বাণিজ্যিক নগরী। ৫)প্রাচ্যোর ডান্ডি। ৬)বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন (ঢাকা-চট্টগ্রাম)মহাসড়ক এই নারায়ণগঞ্জ দিয়েই অবস্থিত। ৭)সমগ্র চট্টগ্রাম,সিলেট বিভাগের যানবাহন ও বরিশাল বিভাগের সকল লঞ্চ এই জেলা দিয়েই চলমান। ৮) রাজধানী ঢাকার ১টি আন্তর্জাতিক বিমানবন্দর সহ ২টি বিমান ঘাটির জ্বালানী সরবরাহ হয় এই জেলা থেকে। ৯)দেশের ২য় বৃহত্তর ভোগ্যপণ্যর পাইকারি বাজার নিতাইগঞ্জ এখানেই অবস্থিত। ১০)আমাদের সিদ্ধিরগঞ্জ, মেঘনাঘাট, মদনগঞ্জ, হরিপুর, পাগলা, কাশীপুর বিদ্যুৎ কেন্দ্রগুলোই জাতীয়গ্রীডের বৃহৎ অংশের যোগানদাতা। ১১) পৃথিবীর ১ম এবং ২য় সর্বশ্রেষ্ঠ ২টি পরিবেশবান্ধব শিল্পকারখানা(রেমী হোল্ডিংস্ ও প্লামি ফ্যাশন) এ জেলাতেই অবস্থিত। ১২)প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁও এই নারায়ণগঞ্জেই। ১৩)বাংলাদেশ আওয়ামী লীগ এর জন্ম এই নারায়ণগঞ্জের ই পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে। ১৪) বাংলাদেশের সর্ববৃহত ফ্লাওয়ার মিল (শম্পা ফ্লাওয়ার মিল) এই...