মানুষ যখন চলে যায়, তার রিজিকের অংশও সাথে করে নিয়ে যায়।
মরহুম শাহ আব্দুল হান্নান-সাহেবের মায়ের মৃত্যুর পর তিনি বলেছিলেন,
"আমার মায়ের প্রতি মাসে ১৫-২০ হাজার টাকার ঔষধ লাগতো। গত দুই মাস আগে তিনি মারা যান। মা মারা যাওয়ার কারণে আমার তো এখন প্রতিমাসে ১৫-২০ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা। কিন্তু সে টাকা কই? আমি টাকার কোন হিসাব পাই না।"
স্যারের কথার সারাংশ হলো- "মানুষ যখন চলে যায়, তার রিজিকের অংশও সাথে করে নিয়ে যায়।"
অর্থাৎ আত্নীয়-স্বজন,পিতা-মাতার রিজিকের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। এ রকম না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, আপনার টাকার অংশ সেভ হবে।
সংগৃহীত পরিমার্জিত
Comments
Post a Comment