কিচেন থেকে প্রথমবারের পর আর কিচ্ছু শোনা যায় না। যা কাম কর গিয়া।"....

মালিকের উইস্কির বোতল থেকে কাজের ছেলে আব্দুল জব্বার এক-আধ পেগ মেরে পানি মিশিয়ে আগের লেভেলে রেখে দেয়। ব্যাপারটা বুঝেও এ্যাদ্দিন কিছু বলেননি। আজ পানির মাত্রা বাড়াবাড়ি রকম হওয়ায় ড্রইংরুম থেকেই হাঁকঃ "আব্দুল জব্বার"... কিচেন থেকে জবাবঃ "জ্বে সার!" - "তুই উইস্কিতে পানি মিশাইয়া রাখছস হারামজাদা!" অনেকক্ষন কিচেন থেকে আব্দুলের কোন জবাব না পেয়ে কিচেনে গিয়া মালিকের ঝাড়িঃ "কিরে তরে যা কইলাম, জবাব দেস না ক্যান বদমাশ?" আব্দুলঃ "শুনতে পাই নাই সার!" -"প্রথমবার শুনলি? এরপর কি হইলো হারামজাদা?" - "সার, কিচেন থিকা খালি নামডাই হুনি, আর কিস্যু হুনন যায় না!" - ফাইজলামি করস, ড্রইংরুমে গিয়া আমারে ডাক দে দেখি! আব্দুল ড্রইংরুমে গিয়া জোর গলায়ঃ সার, হুনতে পান? মালিকঃ "হ্যা পাই!" আব্দুলঃ "কাজের বুয়া জরিনারে মোবাইল কিনা দিছে কেডা? কিচেন কোন জবাব নাই। -বাবুর টিচার আপারে সিনেমায় নিয়া গেছিল কেডায়!" কিচেন থেকে এবারও কোন জবাব নাই। মালিক ধীরপায়ে ড্রইংরুমে ফিরে এসে আব্দুলকেঃ "তুই ঠিকই কইছস, কিচেন থেকে প্রথমবারের পর আর কিচ্ছু শোনা যায় না। যা কাম কর গিয়া।"....

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত