৪০ হাজার টাকার ফ্রিজ ১৫ হাজার টাকায়। পাবলিকের মাথা পুরাই নষ্ট। অর্ডার পরলো ২০০০।

৪০ হাজার টাকার ফ্রিজ ১৫ হাজার টাকায়। পাবলিকের মাথা পুরাই নষ্ট। অর্ডার পরলো ২০০০। ১৫০০০/= X ২০০০ কত হয়? জী ৩ কোটি টাকা। তিনমাস পর। এই তিন মাসে কিছু আয়ও হলো! যে তিন কোটি টাকা গ্রাহকের কাছ থেকে তুলবে। ৫% হারেও যদি ব্যাংক সুদ নেয় সেটা এক মাসে দাড়াবে ১৫ লাখ টাকা। তিন মাসে ৪৫ লাখ৷ কিছুই না করে শুধু মানুষের টাকা ব্যাংকে রেখে ৪৫ লাখ টাকা তাদের। ১০০টা ফ্রিজ কেনা হলো প্রতিটা ৩৫ হাজার টাকা দিয়ে। খরচ হলোঃ ৩৫ লাখ টাকা। হাতে থাকলো ২ কোটি ৬৫ লাখ টাকা। ১০০ ফ্রিজ ডেলিভারি দেওয়া হলো। যারা ডেলিভারি পেলো তাদের সোনায় সোহাগা। উৎফুল্ল হয়ে ফেসবুকে স্ট্যাটাস আমি পেয়েছি, আমি পেয়েছি। যারা পেলো না তারা ভাবলো আরো কিছুদিন অপেক্ষা করি, যেহেতু অনেকেই পেয়েছে তাই আমিও পাবো। এইবার সাইক্লোন অফারঃ ৩ লাখ টাকার বাইক ১.৫ লাখ টাকায়। পুরান পাগল যারা ছিলো তাদের সংগে নতুন পাগলও যোগ হলো মাথা নষ্টের খেলায়। অর্ডার পরলো ৫০০০। ১৫০০০০/= X ৫০০০ কত হয়? জী ৭৫ কোটি টাকা। ৫% হারেও যদি ব্যাংক সুদ নেয় তাহলে ৭৫ কোটি টাকা রাখলে সেটার পরিমান মাসে দাড়ায় ৩ কোটি ৭৫ লাখ। ৬ মাস পর। এইবারও ১০০ টা বাইক কেনা হলো প্রতি বাইক ২ লাখ ৮০ হাজার টাকায়। খরচ হলো ২ কোটি ৮০ লাখ। হাতে রইলো ৭২ কোটি ২০ লাখ যোগ আগের ২ কোটি ৬৫ লাখ, মোট ৭৪ কোটি ৮৫ লাখ। ১০০ বাইক মহাসমারোহে ডেলিভারি দেওয়া হলো। যারা পাইলো তাদেরতো স্ট্রোক হবার দশা। যারা পাইলোনা তাদের কমপ্লেইন জানিয়ে হাজার হাজার কমেন্ট। সব কমেন্টে একটাই উত্তরঃ আপনার ইস্যুটি আমরা দেখছি। অনুগ্রহ করে অপেক্ষা করে সংগে থাকুন। করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন, নিরাপদ দুরত্ব বজায় রাখুন। এরপরে আবার টর্নেডো অফারঃ না আর লিখছিনা। জাতি হিসাবে আমরা যে কতবড় গাধা সেইটা তারা জানে। ফলে গাধার সামনে মুলা ঝুলিয়ে রেখে একসময় কয়েক হাজার কোটি টাকা তাদের হস্তগত হয়ে যাবে। তারপর কি হবে সেই প্রেডিকশন এখনই দেওয়া যাচ্ছেনা। গাধাদের গাধামি চলতে থাকুক। এভাবে চলতে থাকলো। কয়েক হাজার কোটি কামানো হলো। এবার তাদের গ্রীন সিগনাল ও মাসোহারা পেয়ে কর্তৃপক্ষ তাদের প্রতারণার মুখোশ উন্মোচন করে গ্রেফতার করলেন। সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে তারা জেলে গেলেন! আরাম আয়েশে কয়েকমাস দিনাতিপাত শুরু করলেন। কিছুদিন পর লোকচক্ষুর আড়ালে বের হয়ে কানাডার বেগম পাড়ায় পাড়ি দিলেন! বউ বাচ্চা!? তারা আপনার টাকা দিয়ে অনেক আগেই পৌঁছে গেছে! আশাকরি ইভ্যালী, ডেসটিনি, যুবক, ইউনিপে টু-থ্রী ইত্যাদি ইত্যাদি...... ভুলে গেছেন। লোভে পড়ে আর কত প্রতারণার শিকার হবেন ???

Comments

Popular posts from this blog

Goat Farming in Bangladesh || বাংলাদেশে ছাগল পালন ।। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন || Black Bengal Goat Farming

পাহাড়ের টানে খাগড়াছড়ি-সাজেক || সাজেক ভ্রমণের বৃত্তান্ত